বগুড়া পৌর পূজা উদযাপন পরষিদরে ত্রাণ বতিরণ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির আয়োজনে শুক্রবার সকালে বগুড়া সারিয়াকান্দি উপজেলার কর্নিবাড়ী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত হতে ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজের নেতৃত্বে ত্রান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সহ সভাপতি অতুল কুমার সাহা, সাধারণ সম্পাদক ডা সুজিত কুমার তালুকদার, যুগ্ম সম্পাদক সঞ্জু রায়, মন্দির সংরক্ষণ সম্পাদক অমিতাভূ দত্ত সুমন, প্রচার সম্পাদক নীতি সরকার, কার্যনির্বাহী সদস্য রতন রায়,পল্টন কুমার, বিদ্যুৎ পাল,,মানিক প্রমুখ।
বাংলাদেশ পূজা উদযাপন বগুড়া পৌর কমিটির নিজস্ব উদ্দ্যোগে এই প্রথম অসহায় বন্যার্ত মাঝে শুকনা খাবার হিসেবে প্রতিটি পরিবারের জন্য ১ কেজি মুড়ি, ১ কেজি চিড়া,৫০০গ্রাম গুড়,১০ প্যাকেট খাবার স্যালাইন, ৫ প্যাকেট বিস্কুট সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরন করা হয়। সেই সাথে বন্যার সময় এবং বন্যা পরবর্তী সময়ে অসহায় বন্যার্তদের পাশে দাড়ানোর জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহব্বান জানান পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক। খবর বিজ্ঞপ্তি