প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৯ ১৭:৫৪

চিলমারীতে বানভাসী মানুষের পাশে বিএনপি মহাসচিব

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
চিলমারীতে বানভাসী মানুষের পাশে বিএনপি মহাসচিব

কুড়িগ্রামের চিলমারীতে গত শনিবার সন্ধায় ৬টায় বাসষ্ট্যান্ডে বন্যাদূর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কালে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন- সকল শ্রেণীর ও পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র উদ্ধার ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করাসহ আমাদের অধিকার আদায় করতে হবে। তিনি আরো বলেন, সরকার বিপদের সময় জনগনের পাশে দাড়ান না।

রাস্তায় আশ্রিত বানভাসী অসহায় ও বিপদগ্রস্থ মানুষের দুঃখ-দুর্দষা অবলোকন করা সহ তাদের মাঝে ত্রান সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্মমহাসচিব এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগরের বিএনপির সভাপতি মোজাফ্ফর হোসেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য তাজভীরুল ইসলাম, চিলমারী উপজেলা শাখার সভাপতি আব্দুল বারী সরকার, সাধারণ সম্পাদক আঃ মতিন সরকার শিরিন ও ¯হানীয় নেতাকর্মী।

উপরে