প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৯ ০২:৪৫

ধুনটে ডেঙ্গু রোগ ও ছেলেধরা গুজব প্রতিরোধে মা সমাবেশ অনুষ্ঠিত

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
ধুনটে ডেঙ্গু রোগ ও ছেলেধরা গুজব প্রতিরোধে মা সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ার ধুনটে ডেঙ্গু রোগ ও ছেলেধরা গুজব প্রতিরোধে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ধুনট সদর প্রাথমিক বিদ্যালয়ে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। ধুনট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ টিআইএম নূরুন্নবী তারিক, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, ধুনট থানার ওসি ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীন নাহার, শিক্ষক বাবুল আকতার, সাবেক কাউন্সিলর আল-আমিন তরফদার, ধুনট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারন সম্পাদক আবু সালেহ স্বপন প্রমূখ।

উপরে