প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৯ ২০:৩৯

দূর্যোগ মোকাবেলায় সরকারের সকল প্রস্তুতি রয়েছে -রবিন খান

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ
দূর্যোগ মোকাবেলায় সরকারের সকল প্রস্তুতি রয়েছে -রবিন খান
আজ সোমবার বগুড়া গাবতলীর নেপালতলী ইউনিয়নের বিল সরোলিয়া গ্রামের বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। ছবি-প্রতিনিধি

বগুড়ার গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন বলেছেন, বন্যা কবলিত এলাকাগুলোতে বর্তমান সরকার বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেন। দূর্যোগ মোকাবেলায় সরকারের সকল প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। গতকাল সোমবার উপজেলার নেপালতলী ইউনিয়নের বিল সরোলিয়া গ্রামের বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা জালাল, নেপালতলী ইউপির চেয়ারম্যান লতিফুল বারী মিন্টু, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জিহাদ আল-হাসান জুয়েল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান পান্নাসহ নেপালতলী ইউপি’র সকল সদস্য উপস্থিত ছিলেন। এরপর তিনি সোনারায় ইউনিয়নের সর্ধনকুটি হাফেজিয়া মাদ্রাসা মাঠ ও রামেশ্বরপুর ইউনিয়নের নিশুপাড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

উপরে