৯৯৯ এ কল দিয়ে জুয়াড়িকে গ্রেপ্তার
জয়পুরহাটের আক্কেলপুর পৌর এলাকার সোনামুখী পুরাতন রেজিস্ট্রি অফিসের একটি পুরাতন ভবনের ভেতরে জুয়ার আসর বসতে দেখে ওই এলাকার কোনো এক ব্যক্তি জরুরি সেবা ৯৯৯ এ কল করে বিষয়টি জানান। এর কয়েক মিনিটের মধ্যেই ওই স্থান থেকে পাঁচজন জুয়াড়িকে গ্রেপ্তার করে পুলিশ। জুয়ার আসর থেকে ৪৩০ টাকা সহ জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। ৯৯৯ ফোনের বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায়। গ্রেপ্তারকৃত হলেন মৃত ইসমাইল হোসেনের ছেলে শামীম হোসেন (২৯), মৃত ইসাহাকের ছেলে আব্দুস সামাদ (৩২), ছাইদুলের ছেলে জলিল হোসেন (২৫), আনিছুর রহমানের ছেলে তাইয়ুব হোসেন(২৪), মতিউর রহমানের ছেলে জলিল সরদার জয় (২১), এদের সকলেই সোনামুখী গ্রামের বাসীন্দা।
থানা সূত্রে জানা যায় গত শনিবার রাতে সোনামুখী গ্রামের সোনামুখী পুরাতন রেজিস্ট্রি অফিসের পরিত্যাক্ত একটি ভবনের ভেতরে জুয়ার আসর বসায় একই গ্রামের ওই পাঁচজন ব্যক্তি। বিষয়টি দেখে আশপাশের কোনো এক ব্যক্তি জরুরি সেবা ৯৯৯ ফোন করে বিষয়টি জানান। মুহূর্তের মধ্যে খবরটি আসে আক্কেলপুর থানায়। তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায়ের নির্দেশে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছি তাদের বিরুদ্ধে প্রকাশ্যে জুয়া খেলার আইনে মামলা দায়ের করা হয়েছে।