ধামইরহাটে থানা পুলিশের আয়োজনে গণসচেতনতা সপ্তাহ উপলক্ষে র্যালী অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে গণসচেতনতা সপ্তাহ ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালীতে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আজ বুধবার সকাল ১১ টায় ধামইরহাট থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে র্যালীটি বের হয়ে মাদক, জঙ্গিবাদ, গলাকাটা ও ছেলেধরাসহ নানান সচেতনতা মূলক স্লোগানের মধ্য দিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাব-ইন্সপেক্টর মহসিন আলী, নরেন্দ্রনাথ ঠাকুর, এএস.আই আমিনুল ইসলাম, মাহবুব আলম, হারুনুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, থানা কমিউনিটি পুলিশের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম, আওয়ামীলীগ নেতৃ আনজু আরা, সিনিয়র সাংবাদিক এম.এ মালেক, মেহেদী হাসান, মোতারফ হোসেন প্রমুখ।