শেরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে। আজ বুধবার (৩১ জুলাই) বিকাল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে ও এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা চেয়ারম্যান ও বগুড়া জেলা আ’লীগের সাধারন সম্পাদক মজিবর রহমান মজনু।
এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর পৌরভার ১নং প্যানেল মেয়র নাজমুল আলম খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ-জামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. খাদিজা খাতুন, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমাযুন কবীর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হারুন অর-রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ আমির হামজা, মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল হক, শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুর রহমানসহ, শেরপুর সরকারি কলেজে অধ্যক্ষ আল মাহমুদ কমলসহ উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।
আলোচকগণ বলেন, বঙ্গবন্ধুর জীবনাদর্শের ওপর আলোকপাত করেন। বঙ্গবন্ধুর আত্মত্যাগের মহান আদর্শকে হৃদয়ে ধারণ করে দেশের উন্নয়নে একসাথে কাজ করে যাবার আহ্বান জানান তারা।