বগুড়ায় ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী আটক
বগুড়ায় ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে এস আই শহিদুল ইসলাম এএসআই নুরে আলম এএসআই আহসান এটিএসআই নাসিম এটি এসআই সাজ্জাদ সংগীয় ফোর্সের সহায়তায় ইং ৩১/০৭/২০১৯ তারিখ রাত্রী ০৯.৪৫ টার সময় বগুড়া সদর থানাধীন মালগ্রাম দক্ষিণ পাড়া (খান্দার অংশে) জনৈক মোঃ রওশন কামাল মিঠু এর বাড়ীর ভাড়াটিয়া কূখ্যাত মাদক ব্যবসায়ী ০১। সৈয়দা ফারহা সোনিয়া সাথি(৩৩), স্বামী মৃত মোমিনুল ইসলাম, সাং তালোড়া( বেলঘরিয়া), থানা দূপচাচিয়া, জেলা বগুড়া। ও তার সহযোগী মাদক ব্যবসায়ী ০২। লালচাঁন রনি (২৩), পিতা মোঃ আয়নাল হক, সাং ঢুলিপাড়া, থানা শিবগঞ্জ, জেলা চাঁপাইনবাবগঞ্জ। দ্বয়ের হেফাজত হইতে সর্বমোট ৬০ ( ষাট) বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে অদ্য ০১/০৮/২০১৯ তারিখ তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মহিলা মাদক ব্যবসায়ী ফারহা সোনিয়া সাথি (৩৩), এর বিরুদ্ধে ইতোপূর্বে আরও তিনটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। অপর আাসামী লালচাঁন সুদূর চাঁপাইনবাবগঞ্জ হইতে ফেন্সিডিল নিয়ে এসে সোনিয়ার কাছে দিয়ে যায় আর সোনিয়া এই ফেন্সিডিলগুলো বগুড়ার উঠতি বয়সের মাদক সেবীদের মধ্যে সরবরাহ করে।