প্রকাশিত : ২ আগস্ট, ২০১৯ ০৩:০৯

বগুড়ায় ওষুধের দোকানে অভিযান লক্ষাধিক টাকা জরিমানা

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় ওষুধের দোকানে অভিযান লক্ষাধিক টাকা জরিমানা

বগুড়া শহরের খান মার্কেটে র‌্যাবের একটি বিশেষ দল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে। এই অভিযানে ৪টি ওষুধের দোকান থেকে বেশ কিছু অনুমোদন বিহীন ও স্যাম্পল ওষুধ পাওয়ায় মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার বিকালে অভিযানের শেষের দিকে এসে খান মার্কেটের সামনে সাংবাদিকদের অভিযানের বিষয়ে ব্রিফিং করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্টেট মো: আনিছুর রহমান। তিনি জানান, বগুড়া শহরের খান মার্কেট এলাকার মর্ডাণ ফার্মেসির ২০ হাজার, ফাহি ফর্মেসি ৩০ হাজার, আরকে ফার্মেসির ৫০ হাজার ও সেলিনা মেডিকেল ফার্র্মেসির ১০ হাজার টাকা জরিমানা দ- প্রদান করা হয়। তাদের কাছ থেকে বেশ কিছু অনুমোদনহীন ওষুধ পাওয়া যায়।

এর আগে বগুড়ার বিভিন্ন বেসরকারি ক্লিনিকে অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসানসহ ক্যাম্পের কর্মকর্তাবৃন্দ উপিস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে বগুড়ার ওষুষ মার্কেটের দোকানগুলো বন্ধ করে রাখে।

উপরে