প্রকাশিত : ৪ আগস্ট, ২০১৯ ০৮:১১

ফুলবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত॥

মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধিঃ
ফুলবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত॥

ফুলবাড়ীতে বিশ্বমাতৃদুগ্ধ দিবস পালনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ৩রা আগষ্ট শনিবার ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. নুরুল ইসলামের নেতৃত্বে সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তর থেকে বিশ্বমাতৃদুগ্ধ দিবস পালনে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে এসে শেষ হয়। র‌্যালি শেষে সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সভা কক্ষে আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প.প. কর্মকর্তা ডা. নুরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় রায়, মেডিকেল অফিসার ডা. এলায়েতুল্লাহ নাজিম, মেডিকিল অফিসার মোঃ আতিকুর রহমান, মেডিকেল অফিসার ডা. মোছাঃ মুহ্তএরমা ফাতেমা, মেডিকেল টেকনোলোজিস্ট (ইপিআই) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ইনেসপেক্টর শ্রী জগদীশ রায়। বিশ্বমাতৃদুগ্ধ দিবস পালনে উপস্থিত ছিলেন ফুলবাড়ী স্বাস্থ্য কম্পেলেক্স এর কর্মকর্তা, কর্মচারী, নার্স, বিভিন্ন পেশার মানুষ, সুধিজন, ও সাংবাদি বৃন্দ। সহযোগীতায় ছিলেন এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। আয়োজনে ছিলেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপরে