আক্কেলপুরে গ্রাম পুলিশ সহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের আলাদীপুর গ্রাম থেকে গ্রাম পুলিশ হবিবর রহমান ও আব্দুল মান্নান ও পৌর সদর থেকে রবিউল ইসলাম সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে থানা পুলিশ ও আর্মড ব্যাটালিয়ান পুলিশ আটক করেছেন।
আক্কেলপুর থানা পুলিশ সুত্রে জানা, গতকাল শনিবার রাতে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ানের এস আই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স সহ জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালান। এ সময় আলাদীপুর গ্রামের আয়েন উদিদ্দনের ছেলে গাঁজা ব্যবসায়ী গ্রাম পুলিশ হবিবর রহমান (৪৭) ও আবুল হোসেন এর ছেলে আব্দুল মান্নান হোসেন (২৫) কে ২,শত গ্রাম গাঁজা সহ আটক করেন।
অপর দিকে আক্কেলপুর থানার উপ পরিদর্শক (দারোগা) জোবায়ের আক্কেলপুর পৌর সদরের উত্তর পাড়ার মোজাফর রহমানের ছেলে রবিউল ইসলাম (৩৯) ফেন্সিডিল বিক্রয় কালে ৩ বোতল সহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার তাদের আদালতে প্রেরণ করেছেন। এ ঘটনার সত্যতা থানার অফিসার ইনচার্জ (ওসি) কিরণ কুমার রায় নিশ্চিত করেছেন