প্রকাশিত : ৫ আগস্ট, ২০১৯ ০২:৪২
ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা মূলক লিফলেট বিতরণ
জয়পুরহাট ব্যুরো:
জয়পুরহাট পৌর শহরে চলমান ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধের জন্য সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। রবিবার দুপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। বিতরণ করা লিফলেটে ডেঙ্গু চেনার উপায়, ডেঙ্গু রোগ প্রতিরোধের উপায় ও করণীয় বিষয়ে তুলে ধরা হয়। এ সময় মেয়র শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলে ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার জন্য আহবান জানান।
লিফলেট বিতরণ শেষে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জয়পুরহাট সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশিস দত্ত,জেলা আওয়ামীলীগের যুব ক্রিড়া বিষক সম্পাদক শহিদুল ইকবাল,জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম সৈকত, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজাসহ অন্যান্যরা ।