প্রকাশিত : ৫ আগস্ট, ২০১৯ ১৮:৪৮

সাঘাটায় ধান ক্রয়ের জন্য কৃষক নির্বাচনে লটারী অনুষ্ঠিত

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
সাঘাটায় ধান ক্রয়ের জন্য কৃষক নির্বাচনে লটারী অনুষ্ঠিত

গাইবান্ধার সাঘাটায় সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের জন্য কৃষক নির্বাচনের লক্ষে লটারী গত ৪ আগষ্ট উপজেলা পরিষদ চত্বরে লটারী অনুষ্ঠিত হয়েছে। চলতি ইরি বোরো মৌসুমে সাঘাটা উপজেলার বোনারপাড়া সরকারী খাদ্য গুদামে ২য় দফায় ৭শ’ ৬৩ মে.টন ধান ক্রয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। ধান ক্রয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক কৃষক নির্বাচনের জন্য লটারীর মাধ্যমে ৭শ’ ৬৩ জন কৃষককে তালিকাভূক্ত করা হয়েছে।

উক্ত লটারী কার্যক্রমের উদ্বোধন করেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হালিমুর রহমান, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা রওশন আলী, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরকার বাবু, উপজেলা যুবলীগ সভাপতি হারুন-অর-রশিদ হিরু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, বোনারপাড়া ইউনিয়ন আ’লীগ সভাপতি আফজাল হোসেন, জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন প্রমুখ।

 

উপরে