প্রকাশিত : ৬ আগস্ট, ২০১৯ ০০:৫৬

৪০ দিনের কুরআনের হাফেজ বগুড়ার সাদিক নুর আলম

খবর বিজ্ঞপ্তি
৪০ দিনের কুরআনের হাফেজ বগুড়ার সাদিক নুর আলম

মাত্র ৪০ দিনেই বগুড়া শহরের গোদারপাড়া মাদরাসাতুল উলুমিশ শারইয়্যাহ হতে পবিত্র কুরআনের হাফেজ হয়েছেন মুহাম্মাদ সাদিক নুর আলম। হাফেজ নুর আলম বগুড়া সদরের বড় কুমিড়া গ্রামের আতাউর রহমান ও আঁখি বেগমের ২য় পুত্র। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক লোকজন মাদরাসাটিতে উপস্থিত হয় বালকটিকে দেখার জন্য। 
হাফেজ সাদিক নুর আলমের ওস্তাদ হাফেজ রঈসুল হাসান শিহারী বলেন ছেলেটি অথ্যন্ত মেধাবী।

আমার জীবনে এমন মেধাবী দেখিনি। ১ দিনে ১পারা কোরআন মুখস্ত করে আমাকে শুনয়েছে। প্রতিষ্ঠানের মুহতাতিম মুফতি মাহমুদুল হাসান জানান আল্লাহর অশেষ মেহেরবানীর কারনে এটা সম্ভব হয়েছে। বিষয়টি সম্পর্কে বগুড়া জেলা ইমাম মুয়াজ্বিন সমিতির সভাপতি মুফতি মাও: আব্দুল কাদের জানান মহান আল্লাহর কুদরতি বহমতেই এটা সম্ভব হয়েছে। তিনি হাফেজের সফলতা কামনা করেন।

 

উপরে