প্রকাশিত : ৬ আগস্ট, ২০১৯ ২০:১৯

জয়পুরহাট হাসপাতালে ২৪ ঘন্টায় ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি, পৌর মেয়রের মশারী বিতরণ

জয়পুরহাট ব্যুরো
জয়পুরহাট হাসপাতালে ২৪ ঘন্টায় ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি, পৌর মেয়রের মশারী বিতরণ

গত ২৪ ঘন্টায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নতুন করে আরো ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরা সবাই ঢাকা থেকে ফিরে বাড়ি আসার পর অসুস্থ হলে হাসপাতালে ভর্তি হন। 
 
সরকারি এ হাসপাতালে মশারী সঙ্কট দেখা দেওয়ায় মঙ্গলবার দুপুরে জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক ব্যক্তিগত তহবিল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মশারী বিতরন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, সিভিল সার্জন ডাঃ সামস্ উদ্দিন, জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের চিকিৎসকগনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা। ডেঙ্গু রোগ সনাক্তকরন কিটসহ চিকিৎসা ব্যবস্থার কোন সমস্যা হবে না জানিয়ে জেলা প্রশাসক বলেন, জয়পুরহাটে এখনো ঙেঙ্গু রোগ নিয়ন্ত্রনে রয়েছে

 

উপরে