প্রকাশিত : ৬ আগস্ট, ২০১৯ ২০:২৩

ধুনটে মশক নিধনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
ধুনটে মশক নিধনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে সকল সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গদের সমন্বয়ে মশক নিধনে একযোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ধুনট উপজেলা পরিষদ চত্বরে পরিস্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে অভিযানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হাই খোকন।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত রেহেনা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পৌর মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারন সম্পাদক আবু সালেহ্ স্বপন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

উপরে