প্রকাশিত : ৬ আগস্ট, ২০১৯ ২০:২৬

ধুনটে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
ধুনটে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

বগুড়ার ধুনট উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠনে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ টিআইএম নূরুন্নবী তারিক, সাধারন সম্পাদক ও ধুনট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত রেহেনা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী সাহা, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান এমএ তারেক হেলাল, উপজেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদক সুলতানা জাহান প্রমূখ।

উপরে