প্রকাশিত : ৭ আগস্ট, ২০১৯ ০৪:০৩

বগুড়ার শেরপুরের ভবানীপুরে বন্দুকযুদ্ধে ২জন নিহত

নাজমুস সাকিব আপেল (ষ্টাফ রিপোর্টার) :
বগুড়ার শেরপুরের ভবানীপুরে বন্দুকযুদ্ধে ২জন নিহত

 বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর বাজারের পূর্বপাশের ব্রিজের উপর দুদল সন্ত্রাসীর গুলিবিনিময়ের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ৭/৮/২০১৯ তারিখ রাত ১.৩০ এর দিকে এ ঘটনা ঘটে। ভবানীপুর বাজারের পাশে গোলাগুলি হচ্ছে এমন সংবাদ পেয়ে শেরপুর থানার টহল পুলিশের একটি দল,অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী দ্রুত সেখনে যান। সেখানে গুরুতর আহত অবস্থায় দুব্যক্তিকে পড়ে থাকতে দেখে দ্রুত শজিমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।মৃত ধনেশ @ সুকুমার(৩৮) পিতা মন্টু সরকার বাড়ি গাইবান্ধার সদর উপজেলার কাঁচদহ গ্রামে বলে জানা যায়। অপর ব্যক্তির নাম আফজাল(৫৫) বলে জানা যায়, তার বাড়ি নাটোর জেলার সিংড়া থানার বামিহাল গ্রামে,তার পিতার নাম রজব আলী। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, একটি পাইপ গান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। শেরপুর থানা পুলিশ সুত্রে যানা গেছে, আফজালের নামে বিভিন্ন থানায় ২০ টি এবং ধনেশের নামে ১১ টি মামলা রয়েছে।

প্রসঙ্গত, গত ২৭ জুলাই এই ভবানীপুর এলাকায় খামারিকে হত্যার পর তিনটি এঁড়ে গরু ও একটি পাঠা লুট সহ চলতি বছরের শুরুতে চরমপন্থীদের গুলিতে জেলা পুলিশের এক সদস্যের অঙ্গহানি ঘটনা ঘটেছে।
উপরে