প্রকাশিত : ৭ আগস্ট, ২০১৯ ১৫:৪৩

পাবনায় নারী নির্যাতন বন্ধে নলেজ ফেয়ার

পাবনা প্রতিনিধি :
পাবনায় নারী নির্যাতন বন্ধে নলেজ ফেয়ার

নারী নির্যাতন ও বাল্য বিয়ে প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে বুধবার পাবনার দোগাছি আলহাজ্ব ইলিয়াস উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপি নলেজ ফেয়ার অনুষ্ঠিত হয়। 

স্কুলের প্রধান শিক্ষক আফজাল হোসেনের সভাপতিত্বে নলেজ ফেয়ারে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ওয়াচগ্রুপের আহবায়ক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মো; শহিদুল ইসলাম ও কমিউনিটি ওয়াচগ্রুপের সদস্য ডা: মনসুর আলী। নারী নির্যাতন, বাল্য বিয়ে এবং সাইবার বুলিং বন্ধে শিক্ষার্থীদরে মধ্যে শ্রেনী ভিত্তিক কুইজ ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় বিচারক ছিলেন শিক্ষক মো: আব্দুস সাত্তার মোঃ এইচ,এম, রইচ উদ্দিন, সুরাইয়া আক্তার। দিনব্যাপী নলেজ ফেয়ারের সার্বিক দায়িত্ব পালন করেন সিইপি’র সিনিয়র জেলা ব্যবস্থাপক লুইস গমেজ ও মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব’র (মেজনিন) সেক্টর স্পেশালিষ্ট হাসিনা আকতার।

উপরে