প্রকাশিত : ৭ আগস্ট, ২০১৯ ১৫:৫১
বগুড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১১৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি
ষ্টাফ রিপোর্টার
আপন জনের সাথে ঈদ করতে ঢাকা থেকে লোকজন বগুড়ায় আসার সাথে সাথে জেলায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩৭ জন রোগী। বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১১৯ জন রোগী সরকারী ও বেসরকারী হাসপাতাল-ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। শিশু সহ ৯৬ জন রোগী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি আছেন। আজ বুধবার বগুড়ার সিভিল সার্জন ডাঃ মোঃ গওসুল আজিম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে সরকারী মোহাম্মদ আলী হাসপাতালে ১০ জন সহ শহরের বিভিন্ন বেসরকারী হাসপাতাল-ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন আরো ২৩ জন ডেঙ্গু রোগী।
সিভিল সার্জন আরো জানান, ২৪ ঘন্টায় ২০জন ডেঙ্গু রোগী ভাল হয়ে বাড়ি ফিরে গেছেন।