প্রকাশিত : ৭ আগস্ট, ২০১৯ ১৫:৫৮

নিয়ামতপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নিয়ামতপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁর নিয়ামতপুরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। গত বুধবার সকাল ১০টা হতে বেলা ২টা পর্যন্ত নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈমের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা, ড্রেন, খেলার মাঠসহ উপজেলা চত্ত্বরের খোলা জায়গাগুলোতে এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। 

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার নেতৃত্বে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
অন্যান্যের মধ্যে আরো অংশ গ্রহন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আমীর আব্দুল্লাহ মোঃ ওয়াহেদুজ্জামান, সহকারী পরিদর্শক (এসআই) দুরুর হুদা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর তমা চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহম্মেদ, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) সিদ্দিকুর রহমানসহ এলাকার সাধারণ মানুষ। 
পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মশা নিধনের বিষ স্প্রে করা হয়। 

উপরে