প্রকাশিত : ১০ আগস্ট, ২০১৯ ১৮:৫৩

বগুড়া জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে ধুনটে ত্রাণ সামগ্রী বিতরণ

ইমরান হোসেন ইমন, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির 
উদ্যোগে ধুনটে ত্রাণ সামগ্রী বিতরণ
আজ শনিবার বগুড়ার ধুনটে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে ভান্ডারবাড়ী ইউনিয়নের বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)।

বগুড়া জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে ধুনট উপজেলার বন্যা কবলিত ২৫০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লাচ্ছা-সেমাই, চিনি ও গুড়া দুধ বিতরণ করা হয়েছে।আজ শনিবার সকাল ১১টায় ভান্ডারবাড়ী ইউনিয়নের শহড়াবাড়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)। বগুড়া জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী রোমানা আশরাফের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান, পুনাক বগুড়ার সাধারণ সম্পাদক মঞ্জুরী ইসলাম, সহসভাপতি তানজিলা ইসলাম, সহসভাপতি শিরিন আকতার, কোষাধ্যক্ষ রওশন আরা মুন্নি, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম। 

উপরে