প্রকাশিত : ১১ আগস্ট, ২০১৯ ১১:৫১

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ল্যাপটপ সহ ঐচ্ছিক তহবিল থেকে অনুদান বিতরন করলেন - এম পি হাবিব

নাজমুস সাকিব আপেল (ষ্টাফ রিপোর্টার) :
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ল্যাপটপ সহ ঐচ্ছিক তহবিল থেকে অনুদান বিতরন করলেন -  এম পি হাবিব

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লিয়াকত আলী শেখের সভাপতিত্বে ল্যাপটপ ও আর্থিক অনুদান বিতরণ করেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান। এ ছাড়া সংসদ মহোদ্বয়ের ঐচ্ছিক তহবিল থেকে মসজিদ-মন্দির,মাদ্রাসা-এতিমখানা, হতদরিদ্র শিক্ষার্থী, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে আড়াই লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়। জেলার শেরপুর উপজেলার স্কুল,মাদ্রাসা ও কলেজসহ ৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। গত বৃহ¯পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান প্রধানদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। এ সময় শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগের নেত্রীবৃন্দ,উপজেলা শিক্ষা কর্মকর্তা,সাংসদ মহোদ্বয়ের একান্ত সচিব জনাব কোরবান আলী মিলন,বগুড়া ব্লাড ডোনেশন ক্লাবের সভাপতি রাহুল আলম লিমন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপরে