প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৯ ০৮:৪৫
ঈদে কোটি মানুষকে নিরাপদে বাড়ী পৌছানোর মাঝেই পরম আনন্দ - এ এস পি গাজীউর রহমান
নাজমুস সাকিব আপেল(ষ্টাফ রিপোর্টার)

এবার ঈদ উল আযহা'র যানজট নিরসনে বগুড়া জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করেছেন নিরলস ভাবে। কোরবানির পশু পরিবহন ও যাত্রীদের নির্বিঘ্নে ঘরে ফেরা নিশ্চিত করতে গত সপ্তাহ জুরে মহাসড়কে পুলিশ ও আনসার সদস্য ছাড়াও কমিউনিটি পুলিশ ও স্বেচ্ছাসেবক দের তৎপরতা ছিলো নজর কাড়ার মতো। সরেজমিনে দেখা গেছে,ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার শেরপুরের চান্দাইকোনা থেকে উত্তরে শিবগঞ্জের রহবল পর্যন্ত ৬৫ কিলোমিটার অংশে যানজট ছিলো না।
এদিকে বগুড়া জেলা পুলিশের শেরপুর সার্কেল এর অরিরিক্ত পুলিশ সুপার জনাব গাজীউর রহমান ''চাদনী বাজার'' কে বলেন, ঈদ মানে আনন্দ।নিজের ঈদের কথা না ভেবে বাংলাদেশ পুলিশের ধৈর্যশীল এবং ত্যাগী সদস্যগণ কোটি মানুষকে নিরাপদে বাড়ী পৌছানোর যে দায়িত্ব পালন করে তার মাঝেই পরম আনন্দ এ আনন্দ-ই-তো বাংলাদেশ পুলিশের ঈদ।