সাপাহারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁ সাপাহারে এইস.এস.সি তে অ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর সন্ধানে কর্তৃক আয়োজনে সাপাহার,রাজশাহী’র আহবায়ক আহসান-উল-হক চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার এবং শিক্ষার্থীদের উদ্দ্যেশে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী,সাপাহার থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল হাই নিউটন,প্রধান আলোচক ড. আব্দুল্লাহ আল ফিরোজ,সহকারী পরিচালক,জেলা সমাজসেবা কার্যালয়,রাজশাহী, কাজী মো: আবুল মন্ছুর সমাজসেবা কর্মকর্তা সাপাহার প্রমূখ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক ও আলোর সন্ধানে সাপাহার, রাজশাহী সংগঠনের সদস্য সুমন আলম,চন্দন,আজিম,শুভ,জয় সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।