অল্প স্বল্প গল্প গ্রুপের উদ্যোগে সুবিধা বঞ্চিত চরবাসীর জন্য কোরবানী।
বগুড়া জেলার ধুঁনট উপজেলায় বানভাসী মানুষের জন্য পশু কোরবানী করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্হাপন করলেন অল্প স্বল্প গল্প গ্রুপ। ঈদ-উল-আযহা'র ২য় দিন মঙ্গলবার রাহুল আলম লিমন এর স্বার্বিক তত্ত্বাবধানে ১৯৯৬ এসএসসি ও ১৯৯৮ এইচএসসি ব্যাচের ছাত্রছাত্রী দের নিয়ে গড়া ফেসবুক ভিত্তিক গ্রুপ ''অল্প স্বল্প গল্প'' এর উদ্যোগে সুবিধা বঞ্চিত চরাঞ্চলের মানুষদের জন্য একটি গরু কোরবানী করা হয়। কোরবানীকৃত গরুর গোস্ত,জেলার ধুনট উপজেলার বৈশাখী ও রাধানগর দূর্গম চরের ১১০ টি সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে বন্টন করা হয়েছে।
অল্প স্বল্প গল্প গ্রুপের পক্ষে জনাব, রাহুল আলম লিমন ''চাঁদনী বাজার''কে বলেন বন্যা কবলিত দুস্থ মানুষদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আগামীতেও বড় পরিষরে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ,আমরা সব সময় সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর।
এ সময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ অল্প স্বল্প গল্প গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।