প্রকাশিত : ১৬ আগস্ট, ২০১৯ ০১:৩১

ডোমারে নানা কর্মসুচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন

সত্যেন্দ্র নাথ রায় , ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
ডোমারে নানা কর্মসুচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন

ডোমারে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী, জাতীয় শোক দিবস পালন। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে মহিলা বিষয়ক ও যুব উন্নয়ন অধিদপÍর এর সহ-যোগিতায় উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা সভাপতিতে জাতীয় শোক দিবসে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন কানিজ, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আলম বাবুল, পৌরসভার প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের ডোমার শাখার সকল স্তরের নেতা নেত্রী কর্মী বৃন্দ। উপজেলা কৃষি অফিসার জাফর ইকবাল, ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান , অনুষ্ঠানে শোক র‌্যালী, আলোচনা সভা,  ও পুরস্কার বিতরন, বিভিন্ন কর্মসুচি আয়োজন করা হয়েছে । উপজেলা প্রশাসনের প্রতিটি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী স্কুলের শিক্ষক, ছাত্র,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন । আলেচনা শেষে বিজিত ছাত্র ছত্রীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অপর দিকে হরিনচড়া ইউনিয়নে চেয়ারম্যান জনাব আজিজুল ইসলামের নেতৃত্বে ইউপি পরিষদ চত্তরে যথা যোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।

উপরে