শেরপুর সরকারী কলেজের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালীজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্যের মধ্যোদিয়ে পালন করেছে সরকারী শেরপুর কলেজ।গত বৃহস্পতিবার সকাল ০৮.০০ টায় কলেজ প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করনের মাধ্যমে জাতীয় শোক দিবসের কর্মসূচী শুরু হয়।পরে সরকারী শেরপুর কলেজের অধ্যক্ষ জনাব আল-মাহমুদ কমল এর নেতৃত্বে প্রাধান অতিথী সাংসদ বীরমুক্তিযোদ্ধা জনাব হাবিবর রহমান ও তার সফর সঙ্গীদের উপস্থিতিতে সর্বস্তরের শিক্ষক-শিক্ষিকা,কর্মচারী ও ছাএছাত্রীবৃন্দ শোক র্যালীতে যোগ দেন।র্যালী শেষে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপস্থিত সকল।
বাদযোহর দোয়া মাহফিল এবং বিকাল ০৩.০০ টায় অধ্যক্ষের সভাপতিত্বে শিক্ষক-শিক্ষিকা,কর্মচারী ও ছাএছাত্রীরা শোক দিবস ও বঙ্গবন্ধুর জীবনি'র ওপর আলোচনায় আংশগ্রহন করেন।