প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৯ ০৬:১৩

গোবিন্দগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি
গোবিন্দগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে।
থানার অভিযোগ সুত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের রইস উদ্দিনের কন্যা সুন্দইল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী গত বৃহস্পতিবার নানার বাড়ী একই ইউনিয়নের কাপাসিয়া গ্রাম থেকে সকাল ১০ টার দিকে নিজ বাড়ি উত্তর পাড়ায় ফিরছিল। পথে বৃষ্টি নামলে  নির্জন রাস্তায় একাকি পেয়ে একই গ্রামের জহুরুল ইসলামের লম্পট পুত্র আব্দুল মজিদ (২৫) ওই ছাত্রীর মুখ চেপে ধরে পার্শ্ববর্তী শফিকুল ইসলামের পেঁপের জমিতে নিয়ে যায়।  এ সময় উভয়ের ধস্তাধস্তিতে মুখের কাপড় খুলে গেলে ওই স্কুল ছাত্রীর চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে লম্পট আব্দুল মজিদ পালিয়ে যায়। শুক্রবার ওই স্কুল ছাত্রীর পিতা রইচ উদ্দিন বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান এজাহার দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

উপরে