প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৯ ০৮:২৭

শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে জয়পুরহাটে জেলা পুলিশের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের মতবিনিময়

ব্যুরো করোসপন্ডেন্ট জয়পুরহাট:
শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে জয়পুরহাটে জেলা পুলিশের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের মতবিনিময়

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে জয়পুরহাটে জেলা পুলিশের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার এর আমন্ত্রনে জেলা পুলিশ সম্মেলন কক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম সালাম কবির পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার উজ্জল কুমার রায়, ডি আই ওয়ান, জেলার অন্তর্গত সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দীয় কমিটির উপদেষ্ট্ াএ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডর পিপি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. হৃষিকেশ সরকার, সাধারণ সম্পাদক প্রভাষক সুমন কুমার সাহা’সহ জেলার পাঁচটি উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

মতবিনিময় কালে পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির নেতৃবৃন্দদের কাছে জন্মাষ্টমী উদযাপন সম্পর্কিত সার্বিক প্রস্তুতির খোঁজ খবর নেন। এবং এ বিষয়ে পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন। তিনি আরোও বলেন, অতীতের যে কোন সময়ের চাইতে বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী অধিকতর তৎপর। সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। সুতরাং স্ব স্ব ধর্মের অনুসারীরা সারাদেশের ন্যায় জয়পুরহাটেও স্বাধীনভাবে ধর্মপালন করবে। যদি কোন দূষ্কৃতিকারীরা বিশৃঙ্খলা করতে চায় তবে তাদের কঠোরভাবে দমন করা হবে। পরিশেষে আগামী ২৩শে আগস্ট জন্মাষ্টমী সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে পালন করতে সার্বিক সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন তিনি। এর আগে জেলা প্রশাসন এর সাথে মতবিনিময় করেন জেল পূজা উদযাপন পরিষদর নেতৃবৃন্দরা।

উপরে