প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৯ ২০:২১

গোবিন্দগঞ্জে ২১ আগষ্টে র‌্যালী, দোয়া ও প্রতিবাদ সভা অনুষ্টিত

ষ্টাফ রিপোর্টার
গোবিন্দগঞ্জে ২১ আগষ্টে র‌্যালী, দোয়া ও প্রতিবাদ সভা অনুষ্টিত

বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আয়োজনে দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগষ্ট বর্বোরোচিত গ্রেনেড হামলায় জড়িত বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক জঙ্গি গোষ্টীকে প্রতিরোধে রুখে দাঁড়াও। ভয়াল ২১ শে আগষ্ট উপলক্ষে আওয়ামী লীগের প্রতিবাদ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার বিকেল ৩ টায় গোবিন্দগঞ্জ পৌরশহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু’র সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকার, যুগ্ন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মিঞা আসাদুজ্জামান হিরুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ভিপি সৈয়দ শরিফুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, আবু সুফিয়ান মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরে আলম ছিদ্দিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কমেট, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মাসুদ রানা বাপ্পী প্রমুখ। 

এ দিকে ভয়াল ২১ আগষ্ট মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সমাবেশ স্থলে গ্রেনেট হামলার ১৫ তম বার্ষিকীতে কুঠিবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে বিকাল ৪ টায় দোয়া মাহফিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার আব্দুর রহমান মাষ্টারের সভাপতিত্বে উপজেলা চত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন , উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুকিতুর রহমান রাফি,সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আহম্মেদ বুলবুল, গোবিন্দগঞ্জ পৌর কাউন্সিলার শাহিন আকন্দ, পীরজাদা আবু সুফিয়ান মন্ডল, ছাত্র লীগের আহবায়ক ফরহাদ, সহ আওয়ামীলীগের নেতা কর্মীরা। শেষে গ্রেনেট হামলায় সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

উপরে