প্রকাশিত : ২২ আগস্ট, ২০১৯ ০৯:০৬

ডেঙ্গু প্রতিরোধে বগুড়ার ১২নং ওয়ার্ডে ওষুধ ছিটানো কার্যক্রমের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি
ডেঙ্গু প্রতিরোধে বগুড়ার ১২নং ওয়ার্ডে ওষুধ ছিটানো কার্যক্রমের উদ্বোধন

সারাদেশের মানুষের মাঝে ডেঙ্গু জ্বর এখন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত ডেঙ্গু জ্বরের প্রভাব বেড়েই চলছে। ধীরে ধীরে দেশের প্রতিটি জেলায় ডেঙ্গু বিস্তার লাভ করছে। তাই ডেঙ্গু জ্বরের কবল থেকে রক্ষা পেতে দেশের সকল মানুষকে সচেতন হতে হবে। এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্তমানে দেশের প্রতিটি জায়গায় ডেঙ্গু রোগে সর্তকতা ও করণীয় বিষয়ক লিফলেট বিতরন সহ পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। বর্মমান সরকার ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার দুপুরে বগুড়া পৌরসভার ১২নং ওয়ার্ডের ঠনঠনিয়া এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ওষুধ ছিটানো ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন ১২নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ আব্দুর রহিম প্রামানিক। এসময় উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার সার্ভেয়ার মোঃ নূরুন্নবী, মোঃ আরিফ, মোসলেম উদ্দিন সবুজ, জিয়াউল হাসান, মামুনুর রশিদ পেস্তা সহ প্রমূখ।

উপরে