একুশে আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের দাবিতে গোবিন্দগঞ্জে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
একুশে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় জড়িতদের বিচার ও মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে গতকাল বুধবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরুর উপস্থাপনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আরম শরিফুল ইসলাম জর্জ, সাংগঠনিক সম্পাদক কোচাশহর ইউপির সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, আওয়ামীলীগ নেতা অধ্যাপক ফিরোজ খানুন নুনু, নুরে আলম সিদ্দিকী, পৌর কাউন্সিলর মাসুদ রানা বাপ্পি, অধ্যক্ষ আব্দুর নুর, সাবেক ইউপি চেয়ারম্যান যোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ,শহিদুল ইসলাম কমেট, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক কেএম জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পান্না ও আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু, জেলা যুবলীগের সাবেক সহসভাপতি আলতামাসুল ইসলাম শিল্পী, আওয়ামীলীগ নেতা লোটাস মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন রুমী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাজু সরকার, ফরহাদ আলী, শাকিব খান লেবু ও শফিউল আলম হিরো, কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক পীরজাদা আব্দুল কাইয়ুম, ছাত্রলীগ নেতা সোহাগ সরকার প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা ২০০৪ সালের ২১শে আগস্টে সংগঠিত ভয়াবহ গ্রেনেড হামলা মামলার বিদেশে পালিয়ে থাকা আসামিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে তাদের বিরুদ্ধে বিচারের রায় কার্যকর করার জোর দাবি জানান। উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌর এলাকার আওয়ামীলীগ এবং সকল অঙ্গ- সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করে। শেষে গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানসহ ২৪ জনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।