প্রকাশিত : ২৩ আগস্ট, ২০১৯ ০৭:১৭

হাজতেই বাসর রাত! বরকে ১০ দিনের কারাদন্ড

শুভ কুন্ডু, শেরপুর-বগুড়া প্রতিনিধিঃ
হাজতেই বাসর রাত! বরকে ১০ দিনের কারাদন্ড

বাল্য বিবাহের ব্যপারে কড়া নজর রাখছে শেরপুর উপজেলা প্রসাশন। বাল্য বিবাহের ব্যপারে জানতে পারলেই নিশ্চিত হাজতবাস। হাজতেই কাটাতে হবে বাসর রাত সে বর-কনে যে-ই হোক। বগুড়ার শেরপুর উপজেলায় এমন ঘটনায় বিয়ের রাতেই বরকে ১০ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে নাবালিকা মাদ্রাসা ছাত্রী আদুরী খাতুন। শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লিয়াকত আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাটি গতকাল বুধবার (২১আগষ্ট) উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাকড়খোলা গ্রামের। ওই গ্রামের মো: আকিমুদ্দিনের মেয়ে মাদ্রাসার ছাত্রি নাবালিকা আদুরী খাতুন(১৩) এর সাথে ভাদরা গ্রামের মো: মহসিনের ছেলে ঈকবাল হোসেন (২৪) এর বিয়ে হচ্ছিলো। খবর পেয়ে রাত সারে ১১ টার দিকে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লিয়াকত আলী শেখ ও শেরপুর থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবীর ঘটনা স্থলে উপস্থিত হয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেন এবং বর ঈকবাল হোসেনকে ১০ দিনের কারাদন্ডে দন্ডিত করেন। এছাড়াও মেয়ের বাবা, ছেলের বাবা, ও কাজীর অর্থ দন্ড করেন নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখ। এসময় মেয়ের বয়স বিবেচনা করে অঙ্গিকার নামার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

 

উপরে