প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৯ ০৫:০৫
সাঘাটায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলা সার্বজনীন কেন্দ্রীয় মন্দির বোনারপাড়া এর উদ্দ্যোগে পরমেশ^র ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব/১৯ উপলক্ষে বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গতকাল শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সার্বজনীন কেন্দ্রীয় মন্দির বোনারপাড়া চত্বরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সার্বজনীন কেন্দ্রীয় মন্দির বোনারপাড়া এর সভাপতি শ্রী রাজেশ প্রসাদ স্বর্ণকার, সাধারণ সম্পাদক হরিমোহন গোষ্মামী, ডিউটি অফিসার এস.আই দিলীপ কুমার চক্রবর্তী, মুক্তিযোদ্ধা গৌতম মোদক, শ্রীমন্ত গোষ্মামী, অসিত কুমার বাবলু পাল, দোলন বকসী, স্বপন কুমার সরকার, কিরণ কুমার, কমল প্রসাদ, নিতাই চন্দ্র, সঞ্জয় কুমার প্রমুখ।