শেরপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত

ভক্তি শ্রদ্ধা ও উৎসব মুখর পরিবেশে বগুড়া শেরপুরে মহাবতার পরমেশ^র ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৫তম শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন হয়েছে। এ উপলক্ষে ২৩ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের কেন্দ্রীয় শ্রীশ্রী জগন্নাথ মন্দির অঙ্গন থেকে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ উৎসবের শুভ সুচনা করেন বগুড়া-৫ শেরপুর-ধুনট আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. হাবিবর রহমান। এসময় বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনু, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ আব্দুস সাত্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ, সা: সম্পাদক সংগ্রাম কুন্ডু, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শেরপুর শাখার সভাপতি প্রকাশ সরকার, উপজেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি ও পৌর কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক কুমার সরকার, শ্রীশ্রী জগন্নাথ মন্দির কমিটির সভাপতি সমীর কুন্ডু, জাতীয় হিন্দু মহাজোট শহর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সৌরভ অধিকারী শুভ, জাতীয় হিন্দু মহাজোট নেতা প্রদীপ কুমার সাহা, অশোক কুন্ডু, বিমান মৈত্রেয়, দুতিরাম চন্দ্র, প্রমুখ উপস্থিত ছিলেন।
শেরপুর উপজেলা ও শহরের হাজারো ভক্ত-নরনারীর উপস্থিতিতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে দৃষ্টি নন্দন বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহরের শ্রীশ্রী জগন্নাথ মন্দির অঙ্গন থেকে বের হয়ে শেরপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ উৎসবকে শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে আয়োজক হিন্দু সংগঠনগুলোর উদ্যোগে দিনব্যাপী গীতাপাঠ প্রতিযোগীতা, শঙ্খ ধ্বনী, উঁলু ধ্বনী, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, ধর্মীয় আলোচনাসভা, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান সহ কর্মসুচী অনুষ্ঠিত হবে বলে আয়োজক কর্তৃপক্ষরা জানিয়েছেন।