প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯ ০১:৫২

জয়পুরহাটে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে স্কুলের দপ্তরী আটক

জয়পুরহাট ব্যুরোঃ
জয়পুরহাটে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে স্কুলের দপ্তরী আটক

জয়পুরহাট সদর উপজেলার পাঁচুরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃর্তীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে একই বিদ্যালয়ের দপ্তরী। রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ রবিউলকে জিজ্ঞাসাবাদের জন্য জয়পুরহাট সদর থানায় নিয়ে যায়। বিদ্যালয় ও পারিবারিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, ওই শিশু সকাল ৯ টার একটু আগে বিদ্যালয়ে আসে, এ সময় অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী স্কুলে না আসার সুযোগে দপ্তরী রবিউল শিশুটিকে দোকানের খাবারের লোভ দেখিয়ে ফুসলিয়ে স্কুলেরই একটি নির্জন কক্ষে নিয়ে যায়। এরপর ধর্ষন করতে উদ্ধ্যত হলে শিশুটি চিৎকার দিয়ে বিদ্যালয় থেকে পার্শ্ববর্তী নিজ বাড়িতে গিয়ে সব ঘটনা মা-বাবকে বলে দেয়। পরে শিশুটির বাবা অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিউলকে জিজ্ঞাসাবদের জন্য আটক করে থানায় নিয়ে আসে। বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি মহাদয়।

 

উপরে