প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯ ০২:১৬

বগুড়ায় বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদন করে চর্চা সাংস্কৃতিক একাডেমির সঙ্গিতানুষ্ঠান

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদন করে চর্চা সাংস্কৃতিক একাডেমির সঙ্গিতানুষ্ঠান

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে বঙ্গবন্ধু’র মৌলিক মৌলিক গানের অনুষ্ঠানের আয়োজন করে বগুড়া চর্চা সাংস্কৃতিক একাডেমি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মৌলিক গানের আসর ‘দেখি তব মুখ পতাকার বুকে’ আয়োজন করবে সংগঠনিটি। বঙ্গবন্ধুর মৌলিক গানে জেলা পরিষদ মিলনায়তনে সাধারণ শ্রোতাদের উপচে পড়া ভিড় ছিল। 

শনিবার রাতে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে চর্চা সাংস্কৃতিক একাডেমির পরিচালক আব্দুল আউয়াল রচিত সঙ্গিতানুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল। অনুষ্ঠানে তিনি দুটি দেশের গান পরিবেশন করে শ্রতাদের মুগ্ধ করে দেন। অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি। চর্চা সাংস্কৃতিক একাডেমির উপদেষ্টা এবিএম জিয়াউল হক বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, রবীন্দ্র সঙ্গিত সম্মিলন পরিষদের সভাপতি শ্যামল বিশ^াস, বগুড়া নান্দনিক নাট্য দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, গৌতম কুমার দাসসহ চর্চা সাংস্কৃতিক একাডেমির সদস্য ও অভিভাবকবৃন্দ প্রমুখ। 

উপরে