প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯ ০৩:২৭

গোবিন্দগঞ্জ থানা জুলাই মাসে ৮ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি
গোবিন্দগঞ্জ থানা জুলাই মাসে ৮ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে

গোবিন্দগঞ্জ থানা জুলাই মাসে ৮ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। গাইবান্ধা জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্না মিয়া বিপিএম গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একএম মেহেদী হাসানের হাতে শ্রেষ্ঠত্বেও পুরস্কার তুলে দেন। এ সময় গাইবান্ধা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব রাহাত গাওহারী, অতিরিক্ত পুলিশ সুপার 'বি' সার্কেল জনাব মইনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার 'এ' সার্কেল জনাব আব্দুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার, হেডকোয়ার্টার, জনাব আনোয়ার হোসেন সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ গণ উপস্থিত ছিলেন।

বরাবরের মত জুলাই/২০১৯ মাসেরও শ্রেষ্ঠ থানা হিসাবে একেএম মেহেদী হাসান, অফিসার ইনচার্জ গোবিন্দগঞ্জ থানা, শ্রেষ্ঠ এসআই হিসাবে গোবিন্দগঞ্জ থানার এসআই আশুতোষ সরকার , শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার হিসাবেও এসআই আশুতোষ সরকার, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসাবে গোবিন্দগঞ্জ থানার এসআই শফিকুল ইসলাম, শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র হিসাবে গোবিন্দগঞ্জের বৈরাগীহাট তদন্ত কেন্দ্র, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসাবে গোবিন্দগঞ্জ ট্রাফিকের টিআই জিয়াউর রহমান, শ্রেষ্ঠ ডিএসবি অফিসার হিসাবে গোবিন্দগঞ্জের ডিআইও আব্দুর রশিদ ও শ্রেষ্ঠ এএসআই হিসাবে গোবিন্দগঞ্জ থানার এএসআই শওকত আলম সিদ্দিকী গাইবান্ধা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয়ের নিকট হতে পুরষ্কার গ্রহণ করেন।

 

উপরে