প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯ ০৩:৫০

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে

-বগুড়া জেলা পুলিশ সুপার
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। আপনার চারপাশে সহ যেসব জায়গায় ডেঙ্গুজ্বরের বাহক এডিস মশা জন্মায় সেই সব জায়গা সংশ্লিষ্টরা ছাড়াও নিজেদের উদ্যোগেই পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন। জ্বরে আক্রান্ত হলেই আতংকিত না হয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে ডেঙ্গুজ্বর কি না তা নিশ্চিত হয়ে চিকিৎসা গ্রহণ করবেন। তিনি আরও বলেন, যেভাবে সচেতনতার মাধ্যমে আমরা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিয়ে, ইভটিজিং প্রতিরোধ করেছি, একইভাবে সকলে মিলে ডেঙ্গুজ্বর প্রতিরোধে এডিস মশার বিস্তার রোধও করবো। গতকাল রোববার বিকালে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় দুপচাঁচিয়া থানার উদ্যোগে ও কমিউনিটি পুলিশিং এর আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বার উপরোক্ত কথাগুলো বলেন।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সভাপতিত্বে ও এসআই আব্দুস সালামের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, সহসভাপতি আমিনুর রহমান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী, উপজেলা সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সভার পূর্বে জেলা পুলিশ সুপার ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটিয়ে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন। 

 

উপরে