প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৯ ১৩:৫৪

কাউনিয়ায় ১৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মাঝে সার বীজ বিতরণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
কাউনিয়ায় ১৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মাঝে সার বীজ বিতরণ

কাউনিয়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০১৯-২০ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাষকলাই প্রণোদনা কর্মসূচির আওতায় গত বৃহস্পতিবার বিকালে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে রাসায়নিক সার বীজ বিতরণ করা হয়।

ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে সার বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা কেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল আলম, জেলা পরিষদ সদস্য মোছাঃ সেলিনা তালুকদার শিউলি,উপজেলা মহিলা আওয়ামীলীগ সহ সভাপতি জুলেখা বেগম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মল্লিকা রানী রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল আলম,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ খোরশেদ আলম প্রমূখ। ১৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক মাষকলাই চাষিদের মাঝে ডিএপি ১০ কেজি, এমওপি ৫কেজি ও ৫ কেজি করে বীজ বিতরণ করা হয়। 

 

উপরে