প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:৪৩
মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ ও নারী শিশুর প্রতি সহিংসতা মুক্ত গাইবান্ধা গড়ে তোলার আহবান

গোবিন্দগঞ্জে কমিনিউটি পুলিশের সমাবেশে

-পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া
ষ্টাফ রিপোর্টার
গোবিন্দগঞ্জে কমিনিউটি পুলিশের সমাবেশে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কমিউনিটি পুলিশের সমাবেশে গাইবান্ধা জেলাকে মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ ও নারী শিশুর প্রতি সহিংসতা মুক্ত করার অঙ্গিকার ব্যাক্ত করে সকলের সহযোগিতা কামনা করেছেন, গাইবান্ধার পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া।

পুলিশই জনতা, জনতাই পুলিশ এই শ্লোগান নিয়ে গোবিন্দগঞ্জে মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ ও নারী শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে থানা চত্ত্বরে পুলিশিং কমিটিক কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া।মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ ও নারী শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে গত শুক্রবার বিকাল ৩ টায় গোবিন্দগঞ্জ থানা চত্ত্বরে থানা অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসানের সভাপতিত্বে ও থানা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ফিরোজ খান নুন এর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, বাসুদেবপুর কলেজের অধ্যক্ষ আব্দুর নুর,শহরগাছী কলেজের প্রভাষক আরজিনা বেগম সহ ইউপি পরিষদের চেয়ারম্যান, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্টানের প্রধন, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপরে