প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০১৯ ০৩:১৪

বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবি: সংগৃহীত

নানা আয়োজনে বগুড়ায় বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বগুড়া জেলা বিএনপি শহরের নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সকাল ১১ টায় সমাবেশের আয়োজন করে। এর আগে সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।

সমাবেশে জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ সভাপতির বক্তব্যে বলেন, বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিন। আমরা আইনের মাধ্যমে বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তি চাই, সরকারের করুনা চাইনা । তিনি বলেন, সরকারের ভয় তারেক রহমানের জনপ্রিয়তা। তাই তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশে ফিরতে বাধা দিচ্ছে। আপনারা প্রস্তুত থাকুন, ডাক আসলে সকলে একসাথে রাজপথে নামতে হবে। সেই ডাকে ২৪ ঘন্টার মধ্যে সরকারের পতন হবে। তাই সকলের মাঝে ঐক্য ফিরে আনতে হবে। 

সমাবেশে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ও পৌরমেয়র অ্যাড. একেএম মাহবুবর রহমান, একেএম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, আলহাজ¦ মোশারফ হোসেন এমপি, রেজাউল করিম বাদশা, জয়নাল আবেদীন চাঁন, আব্দুর রহমান, আলী আজগর তালুকদার হেনা, সাবেক এমপি নূর আফরোজ বেগম জ্যোতি, এম আর ইসলাম স্বাধীন, কেএম খায়রুল বাশার, মাহবুবর রহমান বকুল, মীর শাহে আলম, শেখ তাহা উদ্দিন নাহিন, সহিদ উন নবী সালাম, ওমর ফারুক খান, আলী হায়দার তোতা, মনিরুজ্জামান মনি, খাদেমুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মাজেদুর রহমান জুয়েল, রফিকুল ইসলাম, আবু হাসান ও নূরে আলম সিদ্দিকী রিগ্যান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপরে