প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০১৯ ০৩:৩২

রংপুর নগরীর পরিস্কার পরিচ্ছন্নতায় নতুন মাত্রা যোগ

রনজিৎ দাস, রংপুর॥
রংপুর নগরীর পরিস্কার পরিচ্ছন্নতায় নতুন মাত্রা যোগ

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, আমাদের স্বপ্ন আপনাদেরকে গ্রীণ এবং ক্লিন সিটি উপহার দেয়া। রংপুর সিটি কর্পোরেশনের বার্ডেন ইস্যু হলো নগরীর সমস্ত বর্জ্য। এ বর্জ্য পরিস্কার করে সকাল বেলা সাধারণ মানুষের কাছে একটা পরিচ্ছন্ন শহর উপহার দেয়ার লক্ষ্যে আমি দায়িত্ব নেয়ার পরে এ বিষয়টাকে অনেক বেশী গুরুত্ব দিয়ে ছিলাম। একটু পরিবর্তন নিয়ে আসার জন্য। তারই প্রেক্ষিতে নগরীর কলাবাড়িতে একটি ডাম্পিং স্টেশন তৈরি করা হয়েছে। এর পাশাপাশী মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দেয়া হয়েছে। প্রিজন বাংলাদেশ এই মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার যে উদ্যোগ নিয়েছেন, তাতে নগরীর পরিস্কার পরিচ্ছন্নতায় নতুন মাত্রা যোগ হলো। প্রিজন বাংলাদেশ যদি তাদের কর্মকান্ড ও দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তবেই আমাদের গ্রীণ সিটি করার যে প্রত্যাশা। তা পুরন হবে বলে আমি মনে করি।তিনি আজ রোববার দুপুরে নগর ভবনের হলরুমে রংপুর সিটি কর্পোরেশন এবং প্রিজন বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মেডিক্যাল বর্জ্য ব্যবস্থানা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপরোক্ত কথা গুলো বলেন।

রংপুর সিটি কর্পোরেশনের সচিব মোঃ রাশেদুল হক এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রিজন বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক খন্দকার আনিছুর রহমান, রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক মোঃ সুলতান আহমেদ, বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবুল কালাম আজাদ ও রংপুর জেলা প্রাইভেট ক্লিনিক মালিক সমিটির সাধারণ সম্পাদক সামসুর রহমান কোয়েল।এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান ডাঃ মোঃ কামরুজ্জামান ইবনে তাজ, কাউন্সিলর মাহাবুবুর রহমান মঞ্জু, সেকেন্দার আলী, নজরুল ইসলাম দেওয়ানী, হারুন-অর-রশিদ ও মীর মোঃ জামাল উদ্দিনসহ রংপুর সিটি কর্পোরেশনের কাঞ্জারভেন্সি বিভাগের ৩ জোনের কর্মকর্তাবৃন্দ। 

 

উপরে