প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:৩৯

মজুরি বৃদ্ধির দাবিতে পাবনায় মোটর শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

পাবনা প্রতিনিধি :
মজুরি বৃদ্ধির দাবিতে পাবনায় মোটর শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

মজুরি বৃদ্ধির দাবিতে পাবনায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন মোটর শ্রমিকরা। রোববার (০১ সেপ্টেম্বর) রাতে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করে তারা। আজ সোমবার ভোর থেকে বানিজ্যিক যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের অভিযোগ, সরকার নির্ধারিত বর্ধিত ভাড়া মোটর মালিক গ্রুপ দীর্ঘদিন ধরে নিচ্ছেন। ভাড়া বাড়ার কারণে দুরপাল্লার কোচগুলোর শ্রমিকরা তাদের বেতন বাড়ানোর জন্য তিন মাস ধরে দাবি জানিয়ে আসছেন। কিন্তুু আশ্বাস দিয়ে আসলেও বেতন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে না মোটর মালিক গ্রুপ। 

এ কারণে মজুরি বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন পাবনার মোটর শ্রমিকরা। ফলে পাবনা থেকে ঢাকা-চট্টগ্রামসহ দুরপাল্লার কোচ এবং আভ্যন্তরীণ রুটে আঞ্চলিক বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে পাবনার ওপর দিয়ে অন্যান্য জেলা ও বিভাগের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।এদিকে, কর্মবিরতি শুরুর পর সোমবার সকালে পাবনা থেকে কোনো কোচ বা বাস ছেড়ে যায়নি। এতে করে দূর্ভোগে পড়েছেন এসব রুটে চলাচলকারী যাত্রীরা। অনেকে বাধ্য হয়ে বিকল্প উপায়ে বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন। পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আলাল হোসেন জানান, শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে। আশা করি মালিক পক্ষ বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন।

উপরে