প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০৪:২৫
বাবার অভিযোগে আরেক মাদকাসক্ত ছেলে সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধুনটে মাকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ছেলের বিরুদ্ধে মামলা

দেশীয় অস্ত্র সহ মাদক উদ্ধার
ইমরান হোসেন ইমন, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
ধুনটে মাকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ছেলের বিরুদ্ধে মামলা

বগুড়ার ধুনটে ‘নেশাগ্রস্থ ছেলের অত্যাচারে ভিটেমাটি ছাড়া বৃদ্ধ বাবা-মা’ এসংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক চাঁদনী বাজার পত্রিকায় প্রকাশের পর সেই নেশাগ্রস্থ ছেলে আলমগীর হোসেনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার জালশুকা গ্রাম থেকে ৮০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ২৯ আগষ্ট জীবনের নিরাপত্তা চেয়ে মাদকাসক্ত আলমগীর হোসেনের বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তবে ওই বৃদ্ধ বাবা ইসমাইল হোসেনের অভিযোগের তদন্তের রেশ কাটতে না কাটতেই গত ১ সেপ্টেম্বর আরেক মাদকাসক্ত ছেলে তার বৃদ্ধ মাকে ঘরের মধ্যে বেধে রেখে শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে হত্যা করেছে। ইতিমধ্যে ঘটনাটি বিশ্ব বিবেককে নাড়িয়ে তুলেছে। এঘটনায় নিহত খুকি খাতুনের বড় ছেলে জাকির হোসেন বাদী হয়ে তার মাদকাসক্ত ভাই সোহানুর রহমান খোকনকে আসামী করে ধুনট থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে দুটি দেশীয় অস্ত্র, দেশি-বিদেশী মদ, গাঁজা ও ১০পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি ও হত্যার কাজে ব্যবহৃত পেট্রোলের কন্টেইনার উদ্ধার করেছে। তবে পরপর দুটি মাদকাসক্ত ছেলের অপকর্মের কাহিনী গণমাধ্যমে উঠে আসায় সচেতন মহলেও সমালোচনার ঝড় উঠেছে।

জানাগেছে, উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের জালশুকা গ্রামের দরিদ্র কৃষক ইসমাইল হোসেন বয়সের ভারে নুয়ে পড়লেও তার তিন ছেলের একজনও তার খোঁজখবর রাখেন না। নিজের মাত্র এক বিঘা জমি চাষাবাদ করেই চলে ইসমাইল হোসেন ও তার স্ত্রীর জীবন। কিন্তু তার ছেলে আলমগীর হোসেন মাদক সেবনে আসক্ত হয়ে পড়ে। মাঝেমধ্যেই নেশার টাকার জন্য সে তার বৃদ্ধ বাবা-মাকে মারধর করে। একারনে গত এক মাস আগে বৃদ্ধ ইসমাইল হোসেন তার স্ত্রীকে নিয়ে ঢাকায় চলে যায়। এই সুযোগে নেশাগ্রস্থ ছেলে তার বাবার ঘরের টিন সহ বিভিন্ন আসবাবপত্র বিক্রি করে দেয়। সম্প্রতি ইসমাইল হোসেন বাড়ীতে ফিরে আসলে আবারও সেই নেশাগ্রস্থ ছেলে তার বাবা ও মাকে মারধরের জন্য হামলা চালায়।

এসংক্রান্ত একটি প্রতিবেদন গত ৩০ আগষ্ট বগুড়া থেকে প্রকাশিক দৈনিক চাঁদনী বাজার পত্রিকায় প্রকাশিত হয়।
এদিকে ওই বৃদ্ধ বাবা ইসমাইল হোসেনের অভিযোগের তদন্তের রেশ কাটতে না কাটতেই আরেক মাদকাসক্ত ছেলের লাগিয়ে দেওয়া আগুনে এক হতভাগা মায়ের মৃত্যুর ঘটনাটি বিশ্ব বিবেককে নাড়িয়ে তুলেছে। গত ১ সেপ্টেম্বর ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের গজারিয়া গ্রামে নেশার টাকা না পেয়ে সোহানুর রহমান খোকন (৩৫) নামে মাদকাসক্ত যুবক তার বৃদ্ধ মা খুকি খাতুনকে (৬৫) ঘরের ভিতর বেধে রেখে শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে হত্যা করে।

তার মায়ের চিৎকার যেন কেউ শুনতে না পায় সে জন্য সাউন্ড বক্সে উচ্চ আওয়াজে গান চালু করে দেয় মাদকাসক্ত ছেলে সোহানুর রহমান খোকন। বৃদ্ধা মা আগুনে পুড়ে ছটফট করতে থাকে। একপর্যায়ে ঘরের বেড়াতে আগুন লাগলে প্রতিবেশীরা ভিতরে ঢুকে বৃদ্ধ খুকি খাতুনকে অগ্নিদগ্ধ অবস্থায় দেখতে পায়। পরে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়উর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন ওই ঘাতক ছেলেকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

এঘটনায় ২ সেপ্টেম্বর রাতে নিহত খুকি খাতুনের বড় ছেলে জাকির হোসেন বাদী হয়ে তার মাদকাসক্ত ভাই সোহানুর রহমান খোকনকে আসামী করে ধুনট থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি দেশীয় অস্ত্র, দেশি-বিদেশী মদ, গাঁজা ও ১০পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি ও হত্যার কাজে ব্যবহৃত পেট্রোলের কন্টেইনার উদ্ধার করে। 

অপরদিকে ধুনট থানা পুলিশ মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে আরো তিন মাদক ব্যবাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- চৌকিবাড়ী ইউনিয়নের কুমারিয়াডাঙ্গা গ্রামের আব্দুস সালামের ছেলে রাশেদ মিয়া (২৫), পিরহাটি গ্রামের মোবারক আলীর ছেলে জালাল উদ্দিন (৫০) ও ধুনট সদরপাড়া গ্রামের দুলু শেখের ছেলে শফিকুল ইসলাম (৩০)। তন্মধ্যে রাশেদ মিয়া ও জালাল উদ্দিনকে ৩০পিস ইয়াবা এবং শফিকুল ইসলামকে ওয়ারেন্টমূলে ও গাঁজা সহ গ্রেফতার করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, মাদকের টাকা না পেয়ে মাকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় আটক ছেলের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে। এছাড়া মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলে ও তিন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

উপরে