প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০৪:৩০
নামুজায় প্রতি হিংসার বশীভূত হয়ে বাড়ীর পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা!
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া সদর উপজেলার নামুজায় হিংসার বশীভূত হয়ে বসতবাড়ীর পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা! এর প্রতিকার চেয়ে জনপ্রতিনিধিসহ বিভিন্ন মহলে ধর্না। জানা যায়, নামুজা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বগারপাড়া গ্রামের মৃত আব্দুল করিম ফকিরের পুত্র মোঃ ফজলার রহমান ফকিরের বসতবাড়ীতে প্রতি হিংসায় বশীভূত হয়ে তার সহদর ভাই আনিছার ও তোজাম ফকির মিলে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা করে রাখে।
এতে করে ফজলার রহমানের বসতবাড়ীতে একটু বৃষ্টি হলেই বাড়ীর আঙ্গীনায় পানি উঠে রান্নার চুলা, সাংসারিক আসবাবপত্র, গবাদি পশু রাখার জায়গা আবদ্ধ পানির নিচে ডুবে যায়। এ ব্যাপারে ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন জানান, প্রায় এক বছর যাবৎ দেন-দরবার করেও পানি নিষ্কাশনের সমাধান করতে পারিনি। তিনি আরোও জানান, বিষয়টি সমাধানের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে মনে করেন।