নওগাঁয় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের পারফরম্যান্স-২০১৯ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁয় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) নওগাঁ ও জয়পুরহাট জোনের শাখা ব্যবস্থাপকদের পারফরম্যান্স-২০১৯ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান ও এলজিআরডি সাবেক সচিব মুহম্মদ নজরুল ইসলাম। বুধবার সকালে স্থানীয় আয়োজন রেষ্টুরেন্টে রাকাবের মহাব্যবস্থাপক আজিজুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে রাকাবের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম, নওগাঁর জোনাল ব্যবস্থাপক এবিএম বিজবাহুর রহমান ও জয়পুরহাটের জোনাল ব্যবস্থাপক অনুকুল চন্দ্র সরকার, নওগাঁর প্রিন্সিপাল অফিসার মীর আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথি বলেন, অতি অল্প সময়ের মধ্যে রাকাব এটিএম বুথ, অনলাইন ব্যাংকের পাশাপাশি এজেন্ট ব্যাংকিং চালু করা হবে। সেই লক্ষ্য নিয়ে আমাদেরকে পরিকল্পনা মোতাবেক অগ্রসর হতে হবে। ঋন বিতরন, ঋন আদায়, আমানত সংগ্রহ শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন এবং কোন গ্রাহককে হয়রানীর শিকার যাতে না হয় সেজন্য নির্দেশ প্রদান করেন প্রধান অতিথি। সভায় দুটি জোনে ৪৫জন শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।