পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূসহ ২জনের মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবিতে পৃথক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলম (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক ও ফেন্সি আক্তার (৩৫) নামে এক গৃহবধূসহ ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পাঁচবিবি পৌরসভার নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় ও উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার বরণ গ্রামের আক্কাস আলীর ছেলে নির্মাণ শ্রমিক আলম (৪৫) ও উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের গোলাম মোস্তাফার স্ত্রী ফেন্সি আক্তার (৩৫)।
জানাগেছে, নিহত শ্রমিক দুপুরে পৌর এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধাণতা বঃশত বৈদ্যতিক তারের সঙ্গে লেগে থাকা একটি রডে হাত দিলে মুহুর্তেই বৈদ্যতিক শকে গুরত্বর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে ভর্তি কারন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই শ্রমিকের মৃত্যু হয় এবং দুপুরে পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে ফেন্সি আক্তার তার ঘরের মেঝে পরিস্কার করার সময় মাঁটিতে পড়ে থাকা বৈদ্যতিক তারে হাত দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয় প্যানেল চেয়ারম্যান আরিফ হোসেন। বিষয়টি পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান নিশ্চিত করেছেন।