প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ২০:২৪

রংপুরে উপ-নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রনজিৎদাস ॥
রংপুরে উপ-নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নির্বাচন কমিশন ঘোষিত রংপুর-৩ আসনের উপ নির্বাচনে ভোট গ্রহনের তারিখ পেছানোর দাবীতে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা ও মহানগর শাখার পৃথক পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুটি মানববন্ধনে বক্তারা, নির্বাচন কমিশন ঘোষিত রংপুর-৩ আসনের উপ নির্বাচনে ভোট গ্রহনের তারিখ ৫ অক্টোবর ঘোষনা করায়, একই দিনে সনাতন সম্প্রদায়ের আসন্ন শারদীয় দূর্গাৎসবের মহাসপ্তমী হওয়ায় তারা ভোট গ্রহনের তারিখ পেছানোর দাবী জানান। এসময় মানববন্ধনে তারা বলেন, আমরা বিশ্বাস করি “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” তাহলে নির্বাচন কমিশন কিভাবে ধর্মীয় অনুষ্ঠানের দিন ভোট গ্রহনের তারিখ নির্ধারণ করেন।

নির্বাচন কমিশন ভাল করেই জানে, ভোট গ্রহনের ৪৮ ঘন্টা আগে ভারী যান চলাচল বন্ধ থাকে এর ফলে দূর-দূরান্ত মন্ডপে প্রতিমা আনতে পারবে না। তা জেনেও তারিখ পরিবতর্নের সিদ্ধান্ত গ্রহন না করায় রংপুরের হিন্দু ধর্ম্বাবলী গোষ্ঠী হতাশ।বক্তারা জানান, ৫ অক্টোবর নির্বাচন হলে, আইন শৃঙ্খলা বাহিনী ও আনসার বাহিনী নির্বাচনী কাজে ব্যস্ত থাকলে দূর্গাৎসবে দুষ্কৃতিরা নাশকতাসহ আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে, এর দায় কে নিবে? ভোট গ্রহনকে কেন্দ্র করে সনাতন সম্প্রদায়ের অনেক নারী-পুরুষ নির্বাচন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থাকার ফলে তাদের পরিবার পরিজনরা পূজার আনন্দ থেকে বঞ্ছিত থাকবে। এসময় তারা হুশিয়ারী দিয়ে বলেন, ৫ অক্টোবর ভোট গ্রহনের তারিখ পরিবর্তন না করলে রংপুরের হিন্দু সম্প্রদায় ভোট বর্জন করতে বাধ্য হবে।

এসময় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার মানববন্ধনে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সভাপতি অজয় প্রসাদ বাবন ও সাধারণ সম্পাদক ধীমান ভট্টাচার্য। অপর দিকে রংপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার মানববন্ধনে বক্তব্য রাখেন, সভাপতি সুব্রত সরকার মুকুল ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় তাপস। আরও বক্তব্য রাখেন জেলা ও মহানগর শাখার, তুষার কান্তি মন্ডল, রত্না ঘোষ, প্রশান্ত কুমার রায়, বনমালী পাল, ভবতোস সরকার বাচ্চু, অঞ্জন সরকার, অলক রায়, রন্টু সেন, উৎপল সরকার সহ আরও অনেকে।

 

উপরে